শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক সলঙ্গায় মসজিদ কমিটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কাজিপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু  সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামলী কার্ড বিতরণে অর্থ নেয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় কাবিটা ও টিআর প্রকল্পের কাজ ইউএনওর পরিদর্শন ভাঙ্গুড়ায পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক লালমনিরহাটে ঘুষ বানিজ্যকারী নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি

বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক

রিপোর্টারের নাম : / ১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সভা, সংবর্ধনা ও নতুন কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বৃহস্পতিবার বেলা ১১টায় এ অনুষ্ঠান আয়োজনের সূচনা করা হয়। এ অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সভায় অতিথি ছিলেন, সাধারণ সভার সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক রাজা, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজ, সহ-সভাপতি আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, অর্থ সম্পাদক জাফর আহমদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র প্রধান উপদেষ্টা প্রয়াত খন্দকার রাশিদুল হক নবা, উপদেষ্টা ইহসানুল করিম হেলাল এবং কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক সনৎ নন্দীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় অর্থ সম্পাদক জাফর আহমেদ ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের অর্থ বিবরণী পেশ করেন। পরে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক আদিত্য শাহীন। এ পর্বে সাধারণ সদস্যরাও বক্তব্য রাখেন।

এরপর দ্বিতীয় পর্বে ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির সদস্য সচিব রনজক রিজভী সবাইকে স্বাগত জানান। মঞ্চে ডেকে নেন, প্রধান অতিথি কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী, বিশেষ অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন ও সাবেক সফল অধিনায়ক, কুষ্টিয়ার কৃতি সন্তান কাজী হাবিবুল বাসার, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীনকে। এই সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অভিষেক উপ-কমিটির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। এরপর কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. খাদেমুল ইসলাম এবং রেজাউর রহমান রিজভী। এরপর বক্তব্য রাখেন, মাহমুদ হাফিজ, আব্দুল বারী, আইয়ুব আনসারী এবং এম সহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার ড. কাজল রশিদ শাহীন।

এসময় নতুন কমিটির শপথ গ্রহণ করেন, দৈনিক সময়ের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম-এর সম্পাদক ও প্রকাশক রনজক রিজভী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী (দেশতথ্য), সহ-সভাপতি ফরহাদুল ফরিদ (নিউজ টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম (এইমাত্র), অর্থ সম্পাদক জাফর আহমদ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব (অধিকার), দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মোহনা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয় (জনকণ্ঠ), মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজ্জীনা তনু (এটিএন নিউজ), নির্বাহী সদস্য আতিক হেলাল (গ্লোবাল টেলিভিশন), মাহমুদুল করিম চঞ্চল (ক্লাইমেট চ্যানেল), আব্দুল্লাহ জেয়াদ (দিনকাল), শাজাহান আকন্দ শুভ (আমাদের সময়), ফারুক হোসেন (দেশটিভি), মহসিন আশরাফ (মাছরাঙা), মোঃ জাহিদুজ্জামান (দেশটিভি), ওয়াহিদ আহমেদ উজ্জল (বিটিভি), জহির মুন্না (চ্যানেল আই), সাবিনা ইয়াসমিন (প্রথম আলো)।

সবশেষে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র ২০২১-২৩ কার্যনির্বাহী পরিষদের বিদায়ী সভাপতি রেজোয়ানুল হক রাজা। এরপর নতুন কমিটির ফটোসেশনে প্রধান অতিথিসহ সকল অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর