বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইউপি চেয়ারম্যান আলম রেজা আটক ইট ভাটার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার জয়পুরহাটে জাকের পার্টির ঈদের নামাজ ও উন্মুক্ত খাবার পরিবেশন  শার্শায় ঈদের জামাতের সময় পরিবর্তন নিয়ে সংঘর্ষ, আহত-৩ এবারই প্রথম ঈদের নামাজের জন্য প্রস্তুত বেনাপোল বলফিল্ড ময়দান কুড়িগ্রামে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের সংঘটিত করার অপচেষ্টা সুন্দরগঞ্জে যতটুকু পারি সংগঠন এর ঈদ সামগ্রী বিতরণ প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় ইফতার ও দুআ মাহফিল অনুষ্ঠিত বেড়ায় একতা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ কুড়িগ্রামে ব্যবসায়িক লেনদেনকে ভিন্ন খাতে প্রবাহিত করে কালবেলার সাংবাদিকের নামে ভূয়া সংবাদ পরিবেশন

বেতাগী’তে শিশুদের নিয়ে মেহেদী উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ঈদুল ফিতরের আর মাত্র কিছুদিন বাকি, আর এই ঈদকে কেন্দ্র করে শিশুদের আগ্রহের কোন কমতি নেই, ঠিক তেমনি শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছে একদল তরুণ তরুণী স্বেচ্ছাসেবক।

বরগুনা’র বেতাগী’তে শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদী উৎসব করা হয়েছে। শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সদস্যরা।

শনিবার ( ২৯ মার্চ ) বেতাগী’র সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।

শিশু মুন্তাহিনা (৬) ও উর্মি আক্তার (১০) বলে, ‘আমাদের খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।’

আখিঁ আক্তার (১২) নামে এক শিশু বলে, ‘আমরা গরিব মানুষ। প্রতি বছর ঈদে আমার বন্ধুরা মেহেদী হাতে দেয়। আমার কখনও সুযোগ হয়নি। এক আপু আমাকে আজ হঠাৎ করে মেহেদী লাগিয়ে দিলো। আমার খুব আনন্দ লাগছে।’

মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া সংগঠনের সদস্য মো আরিফুর ইসলাম মান্না ও সুমাইয়া আক্তার বলেন, ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।

গ্রীন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটির আয়োজন ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহযোগিতায় দিনব্যাপী এই মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময়ে গ্রীন পিস ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাঈনুল ইসলাম তন্ময়, মো আরিফ হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ, মাহি বুরহান সিয়াম, মো ইমাম, রিয়া ইসলাম, ইশমাত মেহেজাবীন বিন্তি, শিফা প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না বলেন ঈদ সব সময় আসে না, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে আমাদের এই উদ্যোগ। সব সময় সকল পরিবার তাদের শিশুদের মেহেদি দিতে পারেনা। ঈদ মানে মেহেদী আনন্দ এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর