শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৪৬ শিক্ষার্থী

রিপোর্টারের নাম : / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৪৬ জন শিক্ষার্থী। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (PSDO) আয়োজনে এই গুলো দেন।

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার চড়পাড়ার ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল স্কুলব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে দেওয়া হয় কলম আর খাতা।

সংগঠন সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতেই এসব কার্যক্রম শুরু করা হয়েছে। ঘোষণার পর চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত মোট ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৪৬ জন শিক্ষার্থী ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সফল হন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুহুল আমিন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম, সংগঠনের উপদেষ্টা ও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোছা. সাবিহা ইয়াসমিন , স্থানীয় মসজিদের ইমাম মোঃ বেল্লাল হোসেন,সহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, শিশু-কিশোরদের নৈতিক চরিত্র গঠনে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর