রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত হলেন সা’দ পন্থী আলেম মুফতি জিয়া বিন কাশেম সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার কোনাবাড়ীতে বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতী সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রমিকের আত্মহত্যা কারখানা কর্তৃপক্ষের শোক দুই কর্মকর্তা অব্যাহতি ডা. শফিকুর রহমান যারা দেশকে ভালবাসে তারা কখনও দেশ ছেড়ে পালায় না! যশোরে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক ভাঙ্গুড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২ জন আহত ১ চরবাসীর দুঃখ ঘোচাতে অনবদ্য ছুটে চলছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা

শাহজাদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম : / ১১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

নুপুর কুমার রায়,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ অনৈতিক কর্মকান্ডের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেছেন।

রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার জামিরতা বাজারে স্থানীয় এলাকাবাসি, অভিভাবক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন এর বিরুদ্ধে এলাকার শত শত মানুষ জামিরতায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে জামিরতা বাজারে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন করে বিক্ষোভকারী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আমোদ আলী, ইউসুফ প্রাং, ইউসুফ আলী।

সদস্যরা বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদানের পর থেকে বিদ্যালয়টিতে দুর্নীতিতে ভরে ফেলেছে। আমাদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের সই নিয়ে গোপনে নাজমুল হাসান জুয়েলকে সভাপতি বানিয়েছে প্রধান শিক্ষক। এছাড়াও বই দিতে শিক্ষার্থীদের নিকট অতিরিক্ত অর্থ ও একদিন স্কুলে না আসলে ৫০ টাকা জরিমানার আদায় করে। এছাড়াও বিদ্যালয়ের জায়গায় ২টা পুকুর ও অসংখ্য দোকানপাট ভাড়া দিয়ে বছরে ১৫-২০ লক্ষ টাকা আয় করেন যার কোনো হিসাব দেয়না প্রধান শিক্ষক।

এদিকে একালাবাসী বলেন, অবৈধভাবে সেশন ফি, উপবৃত্তি কার্ড ধারীদের কাছ থেকে বেতনসহ বিদ্যালয়েল শিক্ষদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেন তিনি। এভাবে একে বারে গোটা বিদ্যালয়টি দুর্নীতিতে ছেয়ে ফেলেছে। তাই অবিলম্বে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে অনত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। দাবি না মানলে তারা আগামীতে আরও কঠোর আন্দোলন করবেন বলে তারা মানববন্ধনে বক্তরা ঘোষনা দেন। এবং তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের ও প্রধান শিক্ষকের বিচার দাবি করেন এলাকাবাসী।

এবিষযে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা বলে তিনি জানান, কোর্টের রায় অনুযায়ী সভাপতি নিয়োগ করা হয়েছে। আমি বিদ্যালয়ে কোন দুর্নীতি করি নাই এবং কোন শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকাও নেই নাই।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদৎ হোসেন বলেন, মিছিলের ঘটনাটি আমি শুনেছি, তবে তার বিরুদ্ধে আমার কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, এব্যপারে লিখিত অভিযোগ পেয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে, তদন্তে অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর