শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতির স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শিয়ালকোল বাজার কমিটির প্রধান উপদেষ্টা, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ শালীসি কমিটির অন্যতম সদস্য প্রবীন মুরব্বি মরহুম আবুল হোসেন শেখ মিস্ত্রি এর স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত করেন , হাফেজ মোঃ শফিউর রহমান।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে
রবিবার (৩১ মার্চ) বিকেল ৪ টায় শিয়ালকোল ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ্ন স্কুল মাঠে
উক্ত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান আলো, জিহাদ আল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজামাল আকন্দ, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক তালুকদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠা সাবেক সভাপতি আব্দুল আজিজ, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন ,ইউপি সদস্য রুহুল আমিন সজল।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন, আব্দুস ছালাম শেখ, আরিফুল ইসলাম লিটন, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান, ছানোয়ার হোসেন, আব্দুল মোন্নাফ খন্দকার, হযরত আলী সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী গ্রামপুলিশগণ, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্যনেতৃবৃন্দরা, সুধীজন,এলাকার সর্বস্তরের জনগণের একাংশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম বেলায়েত হোসেন এর পুত্র শিয়ালকোল আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবুল হোসেন মিস্ত্রি গত ৪ মার্চ -২০২৪ খ্রীঃ তিনি অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেন।