রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

সলঙ্গায় ক্রেতার পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

নিজস্ব প্রতিবেদক: / ১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকের মৃত্যুতে অবশিষ্ট কিস্তি মওকুফ করেছে সলঙ্গা ওয়ালটন প্লাজা। একই সঙ্গে দিয়েছে আর্থিক সহায়তা। প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় এ সুবিধাটি পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের নাজমা খাতুন এর পরিবার।

সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় সলঙ্গা ওয়াল্টন প্লাজার মৃত সদস্যর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত বছরের (১১ আগষ্ট) প্লাজা থেকে ওয়ালটনের ব্লেন্ডার ও ফ্যান কেনেন নাজমা ।

পরিবারের একমাত্র গৃহিণী নাজমা খাতুন হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।এমন অবস্থায় পরিবারকে প্রতিষ্ঠানের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ অনুযায়ী মৃত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা।

ওয়ালটন কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে ৫০ হাজার টাকাসহ কিস্তির পাওনা টাকা সম্পূর্ণ মওকুফ হয়েছে। ইতোমধ্যেই ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনে একই ধরনের সুরক্ষা সহায়তা পেয়েছেন অসংখ্য ক্রেতা এবং তাদের পরিবার।

এসময় উপস্থিত ছিলেন,রিজিওনাল সেল্স ম্যানেজার মো: ফয়সাল হাসান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো: দুলাল মিয়া,সলঙ্গা ওয়ালটন প্লাজা শাখার ম্যানেজার মোঃ বেলাল হোসেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর