সলঙ্গায় হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই শ্লোগানের মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজিতে চাল বিতরণ শুরু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে উনুখাঁ বাজার মেসার্স জেরিন এন্টারপ্রাইজ চত্বরে বিতরণের উদ্বোধন করেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আরিফ মাহমুদ।
উপস্থিত ছিলেন ফেয়ার প্রাইজের ডিলার জাহিদুল ইসলাম জাহিদ,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেন,ইউপি সদস্য আব্দুল করিম, ম্যানেজার হারুন অর রশিদ শাহীন প্রমূখ।
এসময় ৫৫৫ জন হত-দরিদ্র কার্ড দারিদের মাঝে ১৫টাকা দরে ৩০কেজি করে ১৬ হাজার ৬শত ৫০কেজি চাল বিতরণ শুরু হয়েছে।