সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে নতুন বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের বটতলা কলেজ ক্যাম্পাসে রবিবার ‘শুভ নববর্ষ-১৪৩১’ বঙ্গাব্দ বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ এ দিনটিকে আনন্দঘন পরিবেশে উদযাপন করে।
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের বর্ষবরন পহেলা বৈশাখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেল এ সময়ে তিনি বলেন, আমাদের প্রাণের উচ্ছ্বাস বর্ষবরণ পহেলা বৈশাখ, বাঙালি জাতির একটি সার্বজনীন লোক উৎসব। বর্ষপূঞ্জিতে যুক্তহলো নতুন বাংলা বর্ষ১৪৩১ বঙ্গাব্দ।
নববর্ষ হলো জীবনের একেকটি নতুন প্রতিক। তাই এই নববর্ষে অতীতের ভূলক্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে ফেলে নতুন করে শপথ নিয়ে জীবনের সুখ-শান্তি, সমৃদ্ধি কল্যাণ ও মঙ্গলের জন্য আমাদের চলতে হবে। সবার জন্য শুভ কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ প্রমুখ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে নতুন বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা ছবি।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার।
এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, সহ-সভাপতি মোঃ সজীব সেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ জীবন সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা, কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপকগণ, সহকারী অধ্যাপকগণ, প্রভাষকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ,শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সাহিত্য, সাংস্কৃতিক ক্লাবের উদ্যাগে তরুণ-তরুণী শিক্ষার্থী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে আনন্দঘন অনুষ্ঠানের সমাপনী করা হয়।