সিরাজগঞ্জে খ.ম.একরামুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস’অভাগিনী’ বইয়ের মোড়ক উন্মোচন
সিরাজগঞ্জে প্রবীণ কবি লেখক সাংবাদিক খ.ম. একরামুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক লেখা উপন্যাস ‘অভাগিনী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান আলোচনা সভা করা হয়। সিরাজগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে-
শনিবার (১৪ অক্টোবর-২০২৩) সকাল ১০ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেড এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উক্ত উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন কালে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য।
প্রধানবক্তা ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিমলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপিকা আখিরা জিন্নাত মহল স্বপ্না।
স্বাগত বক্তব্যে রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক লেখা উপন্যাস ‘অভাগিনী’ বইয়ের প্রবীণ লেখক কবি সাংবাদিক খ.ম. একরামুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবি লেখক মোঃ আব্দুল আলীম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, রজবআলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, রাজনীতিবিদ ইসমাইল হোসেন, কবি চিকিৎসক তছির উদ্দিন সেখ, কবি গৌতম সাহা, যুবমহিলালীগ নেত্রী মোছাঃ জুলেখা পারভীন, সাংবাদিক মাকসুদা খাতুন প্রমুখ।
এসময়ে লেখক মোঃ আব্দুর রাজ্জাক, মীর মোঃ আব্দুল হালিম, মোঃ সোহাগ আলমগীর, মোঃ ইসলাম হোসেন, কবি জওহরলাল রবিদাস, গন্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।