শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ২১৬ কে‌জি গ‌াঁজাসহ গ্রেফতার-২ 

রিপোর্টারের নাম : / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশ থানার ঢাকা রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২১৬ কে‌জি গ‌াঁজা, ১‌টি কাভার্ড ভ‌্যানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১২।

শুক্রবার (১৭ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুলে অবস্থিত র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১২ এর সম্মেলন কক্ষে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এই প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং এ বলেন, সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব ১২ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইলিয়াস খানের নেতৃত্বে ঢাকা রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ভোর সাড়ে ৫ টার দিকে এক‌টি কাভার্ড ভ‌্যান তল্লাশি চালিয়ে ২১৬ কে‌জি গাঁজা উদ্ধার ক‌রে।

এসময় মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ এরশাদ ওরফে হৃদয় ও মোঃ আল আ‌মিন নামে ২ জনকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ২টি সিম কার্ড নগদ ৬০০ টাকা সহ একটি কাভার্ড ভ‌্যান জব্দ করা হয়।

প্রেস বি‌ফিং এ সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মি‌ডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর