সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকায় যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পন্য বিক্রয় করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ মার্চ ২৫)বিকালে ৪টার দিকে মধ্যম ঘোড়ামরা হাজ্বী সৈয়দুর রহমানের বাড়িতে উত্তর জেলা কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বে,নাগরিক টিভির চট্টগ্রাম প্রতিনিধি নাইম আহমেদ কপিল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহম্মদে জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়াড যুবদলের সিনিয়র সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইকবাল হোসেন, ২নং ওয়াড় কৃষদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ২নং ওয়াড় মৎস্যজীবি দলের সভাপতি আলতাব হোসেন, সেচ্ছাসেবক দলনেতা ফারুক,যুবদল নেতা জাহেদ, ফয়সাল, ফকরুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম বাবু,শাহেদ প্রমুখ।