বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মোকছেদ আল মামুন(স্টাফ রিপোর্টার) গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর স্বপন বাসফোঁর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরী এলাকার ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে , স্বপন বাসফোঁর পেশায় একজন সুইপার।
গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে নেশাগ্ৰস্ত অবস্থায় বাড়ি থেকে বের হয়।
এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে আজ বরিবার দুপুরে তার মরদেহ বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদী থেকে উদ্ধার করে পুলিশ।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন,আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর