হেরোইনসহ র্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১শত ৩৮ গ্রাম হেরোইনসহ রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃত রেজাউল করিম (৫২), রাজশাহীর -গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মৃত- মকবুল হোসেন ছেলে।
বুধবার সাড়ে ৩টার দিকে এক স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাসেম সবুজ।
র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিক নির্দেশনায় (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার রামারচর নিউ রুপালী হোটেলের সামনে রাজশাহী-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১শত ৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।