বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যমুনা নদীর পাড়ে পুরাতন জেলখানা ঘাট নামক স্থানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা হলো অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করে আসছে। এর মধ্যে ও স্বাধীনতা বিরোধী ও কুচত্রী মহলেরা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে অস্থিতিশীল পরিস্থিতি ও সৃষ্টি করে। তিনি আরো বলেন, কাওয়াকোলা ইউনিয়ন টি হলো যমুনা নদীর দূর্গম চরাঞ্চল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে চরাঞ্চলেপাকা রাস্তা করণ, বিদ্যুৎ এর সংযোগ দেওয়া হয়েছে, হয়েছে কমিউনিটি ক্লিনিক, স্কুল, মাদ্রাসা সহঅন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে চরে আরো পাকা প্রতিষ্ঠান করা হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সী) এবং অনুষ্ঠানের পরিচালনা ও দায়িত্বে ছিলেন, ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী (ভুমি) এস এম রকিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীণ রাজনৈতিক জামাত আলী মুন্সি, উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল মান্নান মন্ডল, প্রবীণ রাজনৈতিক জয়নাল আবেদীন পারু মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন , জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা প্রমুখ।

এসময় কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের সভাপতি মেঃ আব্দুল আলীম ভূঁইয়া,সাধারণত সম্পাদক মির্জা আলী আকবর, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সানোয়ার হোসেন, মোঃ আব্দুস সোবহান, শাহ জামাল সেখ, মোস্তফা কামাল, আফসের আলী, সাজেদা বেগম,কোহিনূর খাতুন সহ অন্যান্য
ইউপি সদস্যগণ ও কর্মকর্তা-কর্মচারীগণ, ইউনিয়ন আওয়ামী লীগের এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর