কাজিপুর পৌর এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় অনলাইন ভিত্তিক ডিজিটাল পৌর নাগরিক সেবা কার্ডের বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তানভীর শাকিল জয় এমপি। ঘরে বসেই ডিজিটাল সেবা পাবে পৌরবাসী, জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ জানান তিনি।
শনিবার ১৯ নভেম্বর সকালে পৌরসভা চত্বরে
কাজিপুর পৌরসভার আয়োজনে মেয়র আঃ হান্নান তালুকদারের সভাপতিত্বে এবং প্যানেল মেয়র -১ আল- ফাহিদ মন্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, জেলা পরিষদ সদস্য মুসলিম উদ্দিন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত প্রমূখ।