সোমবার, ২৬ মে ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় চলাচলের রাস্তায় টিনের বেড়া অবরুদ্ধ ১ পরিবার সলঙ্গায় চুরির ভাগের টাকার জন্য হোটেল কর্মচারী আরাফাত খুন, ২ জন গ্রেফতার আ.লীগের দোসর মামুনুর রশীদ এখন গাছা থানা জাসাসের আহ্বায়ক উল্লাপাড়ায় রাফান মটরসের কমিউনিটি মিট অনুষ্ঠিত কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর কোটি কোটি টাকা দুর্নীতির ফাইল গায়েবে জড়িতরা আজও অধরা! সলঙ্গায় আরাফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে উঠলে তারা পুলিশি কাজে সহযোগিতা করবে,ওসি আব্দুল হালিম ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা  মোগলহাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা সভা

কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কিস্তির টেহা দিতো পারছেনা দেইখা ভাইরে জবো কইরা লাইছে। আমার ভাইতো কারো লগে ঝগড়া করতনা। তারা ৫শ’টেহার লাইগা আমার ভাইরে দুনিয়াততে বিদায় কইরা দিছে। এভাবেই বিলাপ করে কথা গুলো বলছিলেন নিহত আমিনুল ইসলাম এর বড় বোন শাহারা খাতুন। গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মোঃ বিল্লাল হোসেনের বাড়িতে ভাই আমিনুল ইসলামের পরিবারসহ ভাড়া থাকতেন তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে নগরীর ১১নং ওয়ার্ডের বারেক রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (২৬) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া স্কুলঘর এলাকার মৃত শাহা আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি জোনের সিনিয়র  সহকারি পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া।
নিহতের মা আয়েশা বলেন,আমার পুতের কারো
লগে শত্রুতা আছিননা। তারা কেরে আমার পুতে মারলো একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
পূর্ব পরিকল্পিতভাবে আমার পুতেরে মারছে তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)  কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেভাজন রানা এবং রোমান নামে দুইজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
তবে এ ঘটনার আসল রহস্য তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর