শিরোনামঃ
কোনাবাড়ীতে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে যখম
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে হাশেম আলী (৫৬) নামে জামায়াতের সহযোগী এক সদস্যকে ছুরিকাঘাতে গুরতর যখম করা হয়েছে। এঘটনায় দুইজনে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মহানগরীর জরুন এলাকায় ড্যান্ডি ডায়িং মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত হাশেম আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আমলাগাছি গ্রামের মৃত বানেজ উদ্দিন এর ছেলে। তিনি মহানগরীর জরুন এলাকায় হাবিন খানের বাসায় ভাড়া থেকে জুতার ব্যবসা করতেন। এছাড়াও তিনি জামায়াত ইসলামী ৭ নং ওয়ার্ডের সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আটকৃতরা হলেন,জেলার কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে রাকিব (২৪) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার উজানভাটিয়া গ্রামের চন্নু মিয়ার ছেলে রাজন (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জরুন ড্যান্ডি ডায়িং মোড়ে ফুসকার দোকানের কর্মচারী ও ৭ নং ওয়ার্ড জামায়াত এর সহযোগী সদস্য হাশেম আলীর সঙ্গে দোকান বসানো নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফুসকা দোকানের কর্মচারী রাকিব তার হাতে থাকা চাকু দিয়ে পেটে
পোঁচ মারলে গুরুতর যখম হন জামায়াতের ওই সদস্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মহানগরীর ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: আলমগীর হোসেন বলেন,হাসেম ভাই দীর্ঘদিন ধরে ড্যান্ডি ডায়িং মোড়ে ভ্যানে করে জুতা স্যান্ডেল এর ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাজন নামে এক যুবক একই স্থানে ফুসকার দোকান দেয়। ফুসকার দোকান দেওয়ার পর থেকে রাজন আমাদের ওই ওয়ার্ড জামায়াতের সহযোগী সদস্যকে সরানোর জন্য তালবাহানা করতে থাকে। সুযোগ বুঝে আজকে তাকে চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আল্লাহ সহায় থাকায় তিনি প্রাণে বেঁচে জানান। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন,তার উন্নত চিকিৎসার জন্য তাকে
গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হবে।
নূরজাহান ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এর অধক্ষ্য ডাক্তার মোঃ মেহেদী হাসান (শিপন) বলেন,রোগীর ভালোই ইনজুরি হয়েছে। তার পেটে পাঁচটি সেলাই দেওয়া হ’য়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুর রহমান জানান,এঘটনায় দুইজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর