শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

গলায় ফাঁস দিয়ে বৃদ্ধা নারীর আত্মহত্যা

  কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে লেদিমন বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী আত্নহত্যা করেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রহনপুর ইউনিয়ানের পাথরপূজা মহল্লায় তার বাড়ির পার্শ্ববর্তী মহিউদ্দিন ডাক্তারের আম বাগানে আম গাছের ডালে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে । সে ওই গ্রামের মৃত সমির মন্ডলের স্ত্রী। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, লেদিমন বেগমের মানসিক সমস্যা ছিলো। যার কারণে বাসার সবার সাথে অত্যান্ত রাগারাগি করতো মাঝে মধ্যেই। এবং অতিরিক্ত রাগের কারণে সে মাঝে মধ্যেই গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করিত। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এবং মঙ্গলবার সকাল আনুমানিক ৫ টার দিকে কোন এক সময় বাসা থেকে বেড়িয়ে গিয়ে পার্শ্ববর্তী আম বাগানে আম গাছের ডালে নিজের গায়ের ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

সকাল সারে ৭ টার দিকে এলাকাবাসী তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তবে এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর