গাজীপুরে ৮৪৬ বস্তা কাঁচা মরিচ উদ্ধার
গাজীপুরে যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮৪৬ বস্তা কাঁচা মরিচ জব্দ করা হয়েছে। জেলার রাজেন্দ্রপুর এলাকার বি কে বাড়ি গ্রীন এগ্রো প্রোডাক্ট এ যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৮৪৬ বস্তা কাঁচা মরিচের সন্ধান পাওয়া যায় বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুরের কর্মকর্তা প্রদীপ্ত কুমার সিকদার। তিনি বলেন, মালিককে পাওয়া না যাওয়ায় আজকের মধ্যে এগুলো বাজারে বিক্রি নির্দেশ দেয় ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর বি কে বাড়ি এলাকায় গ্রীন এগ্রো প্রোডাক্টে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আজমির ট্রেডার্স ভারত থেকে এলসির মাধ্যমে কাচা মরিচ দেশে এনেছে। এসব কাঁচা মরিচ গ্রীন এগ্রো প্রোডাক্টের কোল্ড স্টোরে পাওয়া গেছে ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম দ্য জানান, কাঁচা মরিচ উদ্ধার করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন। এটা আমাদের না।এ বিষয়ে কোনো মামলা বা গ্রেফতার নেই, তিনি বলেন।