শিরোনামঃ
স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজুর বাবার দাফন সমপন্ন আশা জাগাচ্ছে বায়ুবিদ্যুৎ ডিসেম্বরে ঘুরবে ট্রেনের চাকা মূল্যস্ফীতি হ্রাসে ব্যাংক থেকে ঋণ কমাতে চায় সরকার বদলে যাবে হাওরের কৃষি বাংলাদেশে নতুন জলবায়ু স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্প চালু যুক্তরাষ্ট্রের ‘তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ৩ জন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে’ অস্বস্তি কাটিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা উঠে যাচ্ছে ভূমি অধিগ্রহণ জটিলতা দূর ৫০০ একর খাসজমি বরাদ্দ স্বাধীনতাবিরোধীদের পদচিহ্নও থাকবে না: রাষ্ট্রপতি আজ জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  কাজিপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো -ধান চাউল সংগ্রহ এর উদ্বোধন আদিতমারীতে ধান-চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শিশু নিবির হত্যা মামলায় গ্রেফতার আরেক শিশু বেনাপোল সীমান্তের চোরা পথে ভারতে যাবার সময় মিয়ানমার নাগরিকসহ আটক-৪ বিয়েতে রাজি না হওয়ায় আত্নহত্যা, প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যা মামলা

ঠাকুরগাঁওয়ে ২৩৩ টি হারানো মোবাইল উদ্ধার

কলমের বার্তা / ১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে ৫১ টি হারানো মোবাইল উদ্ধার, বিভিন্ন উচ্চতার মাদকদ্রব্য ভাং এর শিকড়সহ গাছ উদ্ধার বিভিন্ন অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ। বুধবার (২৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পিপিএম-সেবা বলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় সাধারণ মানুষের জরুরী মোবাইল ফোনগুলো হারিয়ে যায়। এ সংক্রান্তে ফোনগুলো উদ্ধারের জন্য তারা থানার শরণাপন্ন হয়ে জিডি করেন। পরবর্তীতে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ এর নির্দেশে ঠাকুরগাঁও জেলা পুলিশের আইসিটি শাখার তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর থানার আইটি টিম এর বিশেষ অভিযানে গত ০৩ দিনে ৫১ টি হারানো ফোন উদ্ধার করা হয়।হারিয়ে যাওয়া মূল্যবান ফোন পেয়ে পুলিশ সুপার সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ।

অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) মোঃ নবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী মধু রাম (৫৫), পিতা- শশি মহন রায়, সাং- লধাবাড়ী, থানা ও জেলা- ঠাকুরগাঁও অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিজ বসত বাড়ির ভিতর আঙ্গীনা ও বসত বাড়ির বেড়া সংলগ্ন বিভিন্ন জায়গায় গোপনে মাদকদ্রব্য ভাং এর চাষাবাদ করে আসছে।

পরবর্তীতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামীর কাছ হতে ৪০০ (চারশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তার বসত বাড়িব ভিতর আঙ্গীনা হতে বিভিন্ন উচ্চতার ১৭৭ (একশত সাতাত্তর) টি মাদকদ্রব্য ভাং এর শিকড়সহ গাছ (১০০টি ২০ ইঞ্চি পরিমাপের, ৫০টি ২৩ ইঞ্চি পরিমাপের, ২৭টি ৬০ ইঞ্চি পরিমাপের) উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশের সাম্প্রতিক অর্জন ও চলমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আসাদুজ্জামান, সদর থানা অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর