নিখোঁজের ১৮ বছর পর বাড়ি ফিরেছে কাজিপুরের ফরহাদ
নিখোঁজের ১৮ বছর পর বাড়ি ফিরেছে মানসিক ভারসাম্যহীন ফরহাদ আলী(৪৫)। সে কাজিপুর উপজেলার চরাঞ্চলের মনসুর নগর ইউপি’র শালগ্ৰামের মৃত আঃ রহমানের পুত্র।
স্বজনেরা জানান ২০০৪ সালে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মৃত ভেবেছিলেন তারা। সর্বশেষ টাঙ্গাইল জেলার হাটুভাঙ্গা গ্রামে অবস্থান করছিলো সে। এর আগে সে উত্তর দিকে আনন্দ বাজারে নামক স্থানে অবস্থান করছিলো । মানসিকভাবে কিছুটা সুস্থ হলে নিজের নাম ঠিকানা জানায় ফরহাদ।
হাটুভাঙ্গার স্থানীয়রা পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের সহায়তায় গত শনিবার ১৭ সেপ্টেম্বর সন্ধায় বাড়ি ফিরে ফরহাদ। মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর নিশ্চিত করে জানান ফরহাদ পরিবারে ফিরেছে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।