বেতাগীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বরগুনার বেতাগীতে ৮০ পিস ইয়াবাসহ এক ষাটোর্ধ্ব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী মিজার্গঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের ছেলে মান্নান হাওলাদার(৬২)।
বেতাগী থানার উপ পুলিশ পরিদর্শক মো. জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে বেতাগী উপজেলার কুমড়াখালী বাজার সংলগ্ন এলকায় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্দবেশে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছে প্রথমে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশি ছলে আরো মাদক দরকার এমন কথা বললে, মাদক ব্যবসায়ী তাকে তার গোপন জায়গায় নিয়ে যায় এবং একটি প্যাকেট বের করে দেয়, যেখানে আরো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ওই মাদক ব্যবসায়ীকে থানায় আনা হয়। জব্দকৃত মাদকের মূল্য ১৬ হাজার টাকার ওপরে। তিনি আরো জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিগত দিনেও দুটি মাদক মামলা রয়েছে।’
বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন,‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’