বেড়ায় ৪৭ বছর পর মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা
দীর্ঘ ৪৭ বছর ধরে একই মসজিদে ইমামতি করার পর বয়সের ভারে নজু হয়ে পড়া এবং শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণে ইমামতির দায়িত্বে থেকে অব্যাহতি নিলেন , হযরত মাওঃ মোঃ নূরুল আমিন আনসারী।
এলাকাবাসী ও মসজিদ কমিটি অশ্রু সজল চোখে তাদের প্রিয় ইমামকে বিদায় সংবর্ধনা জানালেন। জানা , যায় পাবনার বেড়া উপজেলার নলভাঙা গ্রামের মরহুম মহির উদ্দিন সরদারের সুযোগ্য সন্তান হযরত মাওলানা মোঃ নূরুল আমিন আনসারী ১৯৭৫ সালে উপজেলার হাটুরিয়া গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদে ইমাম পদে যোগদান করেছিলেন।
দীর্ঘ ৪৭ বছর ইমামের দায়িত্ব পালন শেষে গত শুক্রবার জুম্মা নামজ শুরুর আগে মসজিদ চত্বরের তার বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাফর মোল্লার সভাপতিত্বে ও রমজান আলীর সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ হামিদ সরকার , সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রাং , মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক শেখ , শহিদুল ইসলাম , আলিম মোল্লা , বাচ্চু সরকার সহ প্রমুখ। সভায় বক্তারা ইমামের দীর্ঘ কর্মময় জীবনের আলোচনা করেন ।
সবশেষে বিদায়ী ইমাম তার দীর্ঘ ৪৭ বছর দায়িত্ব পালনরত অবস্থায় কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকলে সে বিষয়ে ক্ষমা চেয়ে নেন। বক্তব্যর এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লী সহ সাধারণ মানুষের মাঝে প্রিয় ইমামের বিদায়ী বেদনায় এক বিরহী পরিবেশের সৃষ্টি হয়।
জুম্মা নামাজ শেষে মসজিদ কমিটি ও এলাকাবাসী মিলে নগত ১ লাখ টাকা সহ ৪৭ বছরের ইমামতি করায় তাকে ৪৭ আইটেমের উপহার সামগ্রী দেওয়া হয়। এবং ইমাম সাহেবকে ঘোড়ার গাড়ীতে বসিয়ে পিছনে ২ শতাধিক অটোভ্যান , সিএনজি , মোটরসাইকেল , শোভাযাত্রা করে হাটুরিয়া – নাকালিয়া , আওয়াল বাঁধ , কৈটোলা , তারাপুর, পাঁচুরিয়া গ্রাম হয়ে প্রায় ৩০ কিঃ মিঃ পথ ঘুরে হযরত মাওঃ মোঃ নূরুল আমিন আনসারী কে তার নলভাঙা গ্রামে নিজ বাড়িতে পৌঁছানো হয়।