বেড়ায় ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ
এস আর শাহ্ আলম
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামে ১ শ’ ৫০ জন অসহায় ও হত দরিদ্র নারী পুরুষের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে “পেচাকোলা স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন”।সোমবার সকালে পেচাকোলা ঈদগাঁহ মাঠ প্রাঙ্গে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু বকার সিদ্দিক ,স্থানীয় ইউপি সদস্য সিলটু শেখ, বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গনি, বেড়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক লেখক ও সাংবাদিক এস আর শাহ্ আলম, সমাজ সেবক আবুল হোসেন, আব্দুস সালাম সহ ফাউন্ডেশনের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ ও একটি গোসলের সাবান।