জানাযায় গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদের গলির ভিতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে অচেনা ওই নারীর লাশ দেখতে পায়। পরে ৯৯৯- এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ । তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। অচেনা ওই নারীর গায়ে আকাশী রং এর জ্যাকেট পড়া ছিলো।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে। তিনি আরো বলেন লাশটি উদ্ধার করে সনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।