গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পাউরিতলা গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২০) একই জেলার ইস্কান্দার মিয়ার ছেলে সাগর মিয়া (২২)।
নিহত সানজিদুল হক তামিম ( ৬) ময়মনসিংহ জেলার ফুলপুর থানার নাজমুল হোসের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
র্যাব জানায় দুই অপহরণ কারী তামিমের বাবার প্লাস্টিকের ববিন কাটার গোডাউনে চাকুরী করতো। তারা ঋণগ্রস্থ ছিল বিধায় মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। গেল ৭ জুলাই সন্ধ্যা সময় হাতি দেখানোর কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় শিশু তামিমকে। পরে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যা করে তার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি। পরবর্তীতে তামিমের পরিবার টাকা দেওয়ার জন্য পুলিশের সহায়তায় গেল ৮ জুলাই আসামীদের দেওয়া ঠিকানা অনুযায়ী ময়মনসিংহ বাইপাস এলাকায় যায়। কিন্ত আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে সাক্ষাৎ না করে সুকৌশলে পালিয়ে যায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশু সানজিদুল হক তামিমকে হত্যার কথা শিকার করে।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।