কালিয়াকৈরে গভীর রাতে জমি জবর দখলের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গভীররাতে একটি বিরোধপুর্ণ জমি জবরদখল করেছে প্রতিপক্ষ । ৩ আগষ্ট রাতে উপজেলার ভান্নারা রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা মৌজার আর এস ৬৮ খতিয়ানের ১২০৭ নং দাগে ৬ শতাংশ জমি ক্রয় করে সামছুল আলম নামে জনৈক ব্যক্তি ২০০৬ সালে । সেখানে ভান্ডারীওয়াল তৈরি করে ফেলে রাখে । ২০২৩ সালে একই দাগে ৮ শতাংশ জমি করে রফিকুল ইসলাম নামে অপর ব্যক্তি ওই জমি দখলে নেয় । এনিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় বিরোধের । পরে ওই জমি নিয়ে মৌচাক ইউনিয়ন পরিষদ ও কালিয়াকৈর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন । তবে, দেশের পরিস্থিতি পরিবর্তনের কারণে এ জমি নিয়ে বিরোধের সমাধান হয়নি । ৩ আগষ্ট মধ্যরাতে ওই জমি দখল নিয়ে উচু ভাউন্ডারীওয়াল তৈরি করে । রফিকুল ইসলাম ৯৯৯ ফোন দিলে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় । কালিয়াকৈর থানায় যোগাযোগের পর গাজীপুর আদালতে যোগাযোগের পরামর্শ দেন ।
জমির মালিক রফিকুল ইসলাম জানান, ওই জমি ক্রয় করার পর নামজারী জমাভাগ করার পর ভোগদখলে রয়েছেন । কিন্তু ওই দিন গভীর রাতে দলবল নিয়ে সামছুল আলম জমি দখল নিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেয় । থানায় অভিযোগ করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে । আদালতে মামলার প্রস্ততি চলছে ।
সামছুল আলমের স্ত্রী নাসিমা বেগম জানান, ২০০৬ সালে জমি ক্রয় করে দখলে ছিলেন তারা । তখন থেকে নানা ভাবে হয়রানীর স্বীকার হন তারা । ২০২৩ সালে হঠাৎ রফিকুল ইসলাম জমির মালিকানা দাবী করে জমি দখলে নেয় । ইউনিয়ন পরিষদ এবং থানায় অভিযোগ করা হলে তারা কাগজ পত্র নিয়ে হাজির নাই । এখন তার জমি সুযোগ বুঝে দখলে নিয়েছেন ।