কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক-১
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ইয়াবাসহ মোঃ ওমর আলী নামে (৩৫) একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১০ টার সময় মহানগরীর দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটকৃত ওমর আলী ভোলা জেলার মনমোহন থানার কাজিরাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।