কোনাবাড়ীতে বিদেশি মদসহ গ্রেফতার-২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল চারটার সময় কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া ও নছের মার্কেট এলাকা হতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বানিয়াপাড়া এলাকার আবুল কাশেম এর ছেলে মো: লিটন (৩৮) ও একই জেলার দক্ষিণ রহিমপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শাহজাহান (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।