গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে মাসুদ রানা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মহানগরীর কোনাবাড়ী থানা এলাকার নিটল গ্যাস ডিস্টিবিউশন পাম্প এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় আলাল উদ্দিনের বাসায় ভাড়া থাকতো।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,মাদক ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের ওই