সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংশোধিত আংশিক আহবায়ক কমিটিকে তিন দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।
(ক) গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১ নম্বর যুগ্ন আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন কমিটি সমূহ অনুমোদিত হবে। (খ) গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে ৭ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করে কেন্দ্রে জমা দিতে হবে। (গ) আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সব স্তরের ইউনিট সমূহে সম্মেলন কাউন্সিল সম্পূর্ণ করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করবে।