ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্য
জয়পুরহাট কালাইয়ে পারিবারিক কহলের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর ) উপজেলার উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঃ আলীম (৩৭) গ্রামতলা গ্রামের প্রয়াত আবু বক্কর সিদ্দীকের ছেলে। অভিযুক্ত রিজভী (২০) পলাতক রয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা যায়, পিতার অমতে বিয়ে করা৷ ছেলে ভিন্ন জায়গায় থাকত হাঠাত সোমবার কোন এক সময়৷ বাড়িতে স্ত্রীকে নিয়ে উঠলে সেখানে দুইদিন নতুন বউকে নিয়ে বসবাস করে রাতের কোন এক সময় বাড়িতে থাকা কুড়াল দিয়ে বাবার বুকে এলো পাথারি কোপাইতে থাকে আলিমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আঃ আলীমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আজ আব্দুল আলীমের মৃত্য হয়৷
কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান আব্দুল আলীম হত্যা সংক্রান্ত বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে৷