টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
গাজীপুরের টঙ্গী বাটা গেট এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ খোকন নামে (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬) ডিসেম্বর সকাল ৯ টার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় জীপ গাড়িটি।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ)এন এম নাসিরদ্দিন।
উপ-পুলিশ কমিশনার বলেন,কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা হবে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানাযায় আজ সকাল ৯ টার সময় টঙ্গী কলেজ গেট এলাকায় এক রিকশা চালককে আহত করে দ্রুতগামী কালো রংয়ের জীপ গাড়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী পিছনে থাকা এক মোটরসাইকেল চালক তাকে ধাওয়া করে। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়ী চালক। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তার গাড়ি চেক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটকৃত খোকন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে।