শিরোনামঃ
সিরাজগঞ্জে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআইয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালন পাঁচবিবিতে শিশু ও বৃদ্ধর উপরে হামলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজুর বাবার দাফন সমপন্ন আশা জাগাচ্ছে বায়ুবিদ্যুৎ ডিসেম্বরে ঘুরবে ট্রেনের চাকা মূল্যস্ফীতি হ্রাসে ব্যাংক থেকে ঋণ কমাতে চায় সরকার বদলে যাবে হাওরের কৃষি বাংলাদেশে নতুন জলবায়ু স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্প চালু যুক্তরাষ্ট্রের ‘তথ্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে ৩ জন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে’ অস্বস্তি কাটিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা উঠে যাচ্ছে ভূমি অধিগ্রহণ জটিলতা দূর ৫০০ একর খাসজমি বরাদ্দ স্বাধীনতাবিরোধীদের পদচিহ্নও থাকবে না: রাষ্ট্রপতি আজ জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দশতলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত  কাজিপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো -ধান চাউল সংগ্রহ এর উদ্বোধন আদিতমারীতে ধান-চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাপ চালুর ঘোষণা

কলমের বার্তা / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, ‘ভোজ্য তেলের বাজারে চার স্তরের প্রতিটিতেই অনিয়ম হচ্ছে। এর কষ্ট বইতে হচ্ছে ভোক্তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজার থেকে পুরো বাংলাদেশের ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা সেই দুই বাজারের প্রভাব ভাঙছি।

এখন একটি কমিউনিটি চাইলে সরাসরি এক ট্রাক তেল রিফাইনারি থেকে কিনতে পারবে। এতে করে বিক্রির চার স্তর (আমদানিকারক/রিফাইনারি, ডিলার, পাইকারি এবং খুচরা) বন্ধ হবে, একই সঙ্গে অনিয়মও বন্ধ হবে। ’

শনিবার চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আমদানিকারক, পাইকারি, খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে শফিকুজ্জামান বলেন, ‘অস্থিরতা কমাতে আমরা ভোজ্য তেলের শুল্ক প্রত্যাহার করেছি এবং দর বেঁধে দিয়েছি। কিন্তু শুল্ক প্রত্যাহারের আগে বাজারটা অস্থির করল কে, সেই খোঁজ আমরা নিচ্ছি। আমাদের বলা হলো, শুল্ক প্রত্যাহারের তেল বাজারে আসেনি। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখলাম, এক লাখ টন তেল বাজারে ঢুকেছে। ফলে তথ্যের একটি ঘাটতি দেখা গেল। এই ঘাটতি দূর করতে আমরা একটি অ্যাপস করছি। যেখানে রিয়েল টাইম ডাটা থাকবে। এরই অংশ হিসেবে আমরা আজ (রবিবার) চট্টগ্রাম কাস্টমসে যাব। এরপর চট্টগ্রাম বন্দরে বসব। দেখব শুল্ক প্রত্যাহারের আগে-পরে কে কী পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে। আর অ্যাপসের মাধ্যমে আমদানি করা তেলের সঠিক হিসাব আমরা পাব। ’

তিনি উদাহরণ দিয়ে বলেন, বঙ্গোপসাগরে একটি ভোজ্য তেলের জাহাজ এলো আর কজন ব্যবসায়ী সেটি দু-চার দিন আটকে দিয়ে তেলের দাম ১০-২০ টাকা বাড়িয়ে দিলেন, এমন কার্যক্রম অ্যাপসের মাধ্যমে বন্ধ করা হবে। এতে করে জাহাজ আসা থেকে শুরু করে কাস্টমসে শুল্কায়ন, বন্দর থেকে ছাড়, রিফাইনারিতে পরিশোধন এবং পরিশোধিত তেল বাজারে যাওয়া পর্যন্ত হিসাব থাকবে।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের অনেকেই ভ্রাম্যমাণ আদালতের সমালোচনা করেন। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে জরিমানা

আদায় বন্ধের দাবি জানান। জবাবে শফিকুজ্জামান বলেন, ‘উপস্থিত ব্যবসায়ীরা আমাকে নিশ্চিত করেন, সরকারের বেঁধে দেওয়া দর মেনেই তেল বিক্রি করবেন। কাল থেকেই অভিযান বন্ধ করে দেব। চার স্তরে অনিয়ম খুঁজতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চারটি বাজারে আমরা গিয়ে দেখেছি, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। এ জন্য আমরা একটি সমাধানে যেতে চাই। আমরা একটি অ্যাপস করব, যেটার মাধ্যমে আমরা সঠিক হালনাগাদ তথ্য পাব। ’

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ডিউটি স্তর সামঞ্জস্যপূর্ণ করা হলে আমদানি বৃদ্ধি পাবে এবং বর্তমান সংকট কেটে যাবে। ঈদের তিন থেকে ছয় মাস আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে নির্দেশনা দেওয়া যেতে পারে। পাইকারি ও খুচরা সব ক্ষেত্রে ক্রয় ও বিক্রয়মূল্যের তালিকা প্রকাশ এবং উভয়ের মধ্যে দামের পার্থক্য যৌক্তিকভাবে নির্ধারণ করা উচিত। পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ব্যবসায়ী, প্রশাসনসহ সবার উচিত সরকারকে সহযোগিতা করা।

চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যাবে।

78


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর