শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে ঈদ বাজারে আতর টুপি জায়নামাজ কেনার ব্যস্ততা ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ারুল হকের মৃত্যু ভালুকায় গেইটে তালা,অবরুদ্ধ তিনটি পরিবার  ভাঙ্গুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ঈদ বাজার বেনাপোলে চাহিদার শীর্ষে সুতি পাঞ্জাবি কাজিপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবারে জরুরী সহায়তা যশোরের শার্শা উপজেলা বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন বরগুনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার রং তুলিতে স্বাধীনতা দিবস উদযাপন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা জহির উদ্দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবকদলের নেতা আনোয়ার শিকদার

লিভার সুস্থ রাখতে উপকারী যেসব খাবার

অনলাইন ডেস্ক: / ৪৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

লিভার শরীরের গুরুত্বপূর্ণ অংশ। মূলত প্রোটিন, কোলেস্টেরল এবং পিত্ত উৎপাদন থেকে শুরু করে ভিটামিন, খনিজ এবং কার্বোহাইড্রেটের সঞ্চয়সহ বহু গুরুত্বপূর্ণ কাজ করে লিভার। তাই লিভারকে সুস্থ রাখতে সঠিক ডায়েট অত্যন্ত প্রয়োজনীয়। এমন কিছু খাবার আছে যা লিভার সুস্থ রাখতে সহায়তা করে। যেমন-

বিটের রস: বিট মূলত শীতকালের সবজি হলেও আজকাল সারাবছরই পাওয়া যায়। বিটের রসের অনেক উপকরিতাও রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, বিটের রস যকৃতের অক্সিডেটিভ ক্ষতি এবং প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন এনজাইম বাড়ায়। তাই প্রতিদিন এক গ্লাস বিটমূলের রস পান করা উচিত।

ফ্যাট ফিস
: এই ধরণের মাছের অনেক গুণ। এতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, ওমেগা-৩ সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ খাওয়া লিভারের জন্য উপকারী।

কফি: বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও কফি খুবই জনপ্রিয় একটি পানীয়। লিভারের স্বাস্থ্য বজায় রাখতে কফির জুড়ি নেই। একাধিক গবেষণায় দেখা গেছে, কফি লিভারের রোগ প্রতিরোধ করে। এমনকী যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কফি বিশেষভাবে কার্যকরী। সিরোসিস অফ লিভার, লিভারের ড্যামেজ এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করে কফি।

আঙুর: আঙুরে প্রচুর পরিমাণে উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেসভেরাট্রল, যার  প্রচুর গুণ। একাধিক প্রাণীর ওপরে চালানো গবেষণায় দেখা গেছে, আঙুরের রস যকৃতকে ভালো রাখে। এছাড়া লিভারকে ক্ষতির হাত থেকেও বাঁচায়।

বাদাম: বাদামে ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই-সহ অনেক উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, বাদাম শুধু হৃৎপিণ্ডের জন্যই ভালো নয়, লিভারের জন্যও উপকারী। এটি খেলে ফ্যাটি লিভারের ঝুঁকিও কমে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর