শিরোনামঃ
ভারতে পাচার হওয়া ২০ কিশোর-কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা’র পক্ষে প্রচারনায় সংসদ সদস্যের দুই ভাই, নেতা ও জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ আমবাড়ীতে প্রচন্ড তাপদাহে যাত্রীদের মাঝে শরবত বিতরণ ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তীব্র তাপদাহে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন  সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন টঙ্গীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পানি ও স্যালাইন বিতরণ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের অভিযান গাজীপুরে স্কুল ছাত্র হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড ঝিকরগাছায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে রোগীরা বিতর্কিত বিনুর কান্ড ! চেয়ারম্যানকে হুমকি গৃহবধূকে ধর্ষণ ও চাঁদা দাবি ৩ জনকে আটক করেছে পিবিআই যশোর ঝিকরগাছায় ইটভাটার আগুনে পুড়লো ৪১ গাছের আম যশোরের বাগআঁচড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা আমদানি নিষিদ্ধ চিংড়ির বড় চালান আটক করেছে বেনাপোল কাস্টম

শিয়ালকোল ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস উদ্বোধন

কলমের বার্তা / ১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪এপ্রিল) বিকেলে চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সংগঠনের শুভ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ শিয়ালকোল শাখার সভাপতি এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব পরিষদ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মুকুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদ জেলা শাখার
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি ও উপদেষ্টা অ্যাডভোকেট লিটন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১সালে ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় একুশে পদক লাভ করেছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)। পদকপ্রাপ্ত ২১ জনের প্রথম নামটিই তার। পরিচ্ছন্ন রাজনীতিক, গণমানুষের নেতা, বিশেষ করে বঙ্গবন্ধুর সহচর হিসেবে নামটি পরিচিত।ভাষা আন্দোলন নিয়ে যথেষ্ট গবেষণা না হওয়া এবং বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আলোচনা একটি নির্দিষ্ট দিন বা মাসকেন্দ্রিক হওয়ায় ভাষাসৈনিকদের সংগ্রামের, ত্যাগের ইতিহাসের আরেক নাম। দেশের নানা প্রান্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং মোতাহার হোসেনের মতো অনেকেই আন্দোলনকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ১৯২২খ্রীঃ সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া মোতাহার হোসেন তালুকদার মূলত মোতাহার হোসেন মাস্টার নামেই তিনি সবার কাছে পরিচিত। মেধাবী ছাত্র হিসেবে বেড়ে ওঠা মোতাহার হোসেনের রাজনীতির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। তিনি ১৯৪৬ খ্রীঃ তদানিন্তন চডস মুসলিম ছাত্রলীগে যোগদান করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের এক বর্নাঢ্য জীবনী তাদের বক্তব্যে তুলে ধরেন।

এসময় যুব কল্যাণ পরিষদ শিয়ালকোল শাখার সহ-সভাপতি ফিরোজ তালুকদারসহ কমিটির অষন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতা সম্রাট, শাকিল, শুভ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য এস .এম. রুহুল আমিন সজল।

21


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর