সিরাজগঞ্জের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে শোক দিবস র্যালি-আলোচনা সভা
স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে দবিরগঞ্জ বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম হিরো।
এসময় বক্তব্য রাখেন,উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল,উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হযরত আলী,রামকৃষ্ণপুর ইউপি সদস্য মোক্তার হোসেন,
সহকারী প্রধান শিক্ষক ওয়াদুত আলী প্রমূখ।
এছাড়াও সকল ম্যানেজিং কমিটির সদস্য, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।