শিরোনামঃ
বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার-৩
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় গেল রাতে ওই তরুনীর মা বাদী হয়ে বাসন থানায় গণধর্ষণের মামলা করেন।মামলার পরে ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তারসহ ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল।
বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, গেল বৃহস্পতিবার রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসলে কৌশলে বান্ধবী জুই ধর্ষণের শিকার ওই তরুনীকে ধর্ষক শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকিয়ে ফেলে। পরে সেই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় তরুনীর মা মামলা করলে আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর