বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

বৈষম্য বিরোধী ছাত্রদের “প্রতিবন্ধী প্রজন্ম” বলা সেই অধ্যকের বিরুদ্ধে মামলা দায়ের

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিবন্ধি প্রজন্ম উল্লেখ করে ফেসবুকে পোষ্ট করা উত্তর বাংলা কলেজের সেই অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন।

অভিযোগটি সাধারন ডায়েরী (জিডি) হিসেবে নথিভুক্ত করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে রংপুর তথ্য প্রযুক্তি ট্রাইব্যুনালে পাঠানোর হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনায়েত কবির। এর আগে রোববার (২০ অক্টোবর) দিনভর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের গেটে ওই অধ্যক্ষকে চুড়ান্ত বরখাস্থ ও গ্রেপ্তার দাবিতে অনশন শুরু করেছেন একই কলেজের তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না নামে একজন প্রভাষক। পরে জেলা প্রশাসক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অনশন ভঙ্গন করেন।
জানা গেছে, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার গত ২০২১ সালের ১৪ ডিসেম্বর যোগদান করেন। যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটিকে ব্যাক্তিগত সম্পদ মনে করে শিক্ষক কর্মচারীদের উপর অন্যায়, অনৈতিক আচরন করে নানান ভাবে হয়রানী করছেন। তার শক্তির প্রধান উৎসে ছিলেন সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। অধ্যক্ষ আব্দুর রউফ তার নিজের অফিসকে আওয়ামীলীগের কার্যালয়ে পরিনত করেছিলেন। তার এহেন অত্যাচার অনিয়মের প্রতিবাদ করলে হয়রানী বেড়ে যেত। অধ্যক্ষের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ইংরেজী বিভাগের প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে গত ২০২৩ সালের ১৫ মার্চ সাময়িক বরখাস্ত করেন এবং একই সালের ৮ এপ্রিল রংপুর সাইবার ট্রাইবুনালে একটি মামলা করেন। এতেও থেমে থাকেননি অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। তাকে চুড়ান্ত ভাবে বরখাস্থের প্রক্রিয়া শুরু করেন। পরবর্তিতে শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারী উচ্চ আদালত রীটপিটিশন করলে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং চলতি বছরের ২১ মার্চ স্থগিত আদেশ দেন আদালত।

একই সাথে গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও তদন্ত করে অনিয়ম দুর্নীতির সত্যতা পেয়ে অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি বছরের ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রনালয়ে সুপারীশ করেন। আওয়ামী ক্ষমতার জোরে সব কিছুই হজম করে বহাল তবিয়তে রয়েছেন আব্দুর রউফ সরকার। অপর দিকে নির্যাতিত শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে কলেজে প্রবেশেও বাঁধা দিচ্ছেন বলেও অভিযোগ ওই প্রভাষকের।

এদিকে গত জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তৎকালিন আওয়ামীলীগ সরকারের পতন ঘটায়। বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিবন্ধি প্রজন্ম উল্লেখ করে গত ১৮ জুলাই নিজের ফেসবুকে পোষ্ট করে আওয়ামী প্রেমকে প্রমানীত করেন অধ্যক্ষ আব্দুর রউফ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হলেও আওয়ামী দোষর অধ্যক্ষ আব্দুর রউফ সপদে বহাল রয়েছেন। আওয়ামীলীগের পতন হলেও প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে আজ অবধি কলেজে প্রবেশ করতে দেন নি বা বেতন ভাতাদি প্রদান করেননি। তাই আওয়ামীলীগের দোষর অধ্যক্ষ আব্দুর রউফকে চুড়ান্ত বরখাস্থ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে গত ২০ অক্টোবর  জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। একই সাথে ২০ অক্টোবর দিনভর জেলা প্রশাসক কার্যালয়ের গেটে অনশন শুরু করেন। জেলা প্রশাসক দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন ওই প্রভাষক। এ দাবির প্রেক্ষিতে পরদিন ২১ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করার অপরাধে অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে  নির্দেশ দিয়ে পত্র জারি করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা) এসএম শাফায়াত আখতার নুর।

সেই নির্দেশনা মোতাবেক শুক্রবার কালীগঞ্জ থানায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনায়েত কবির বলেন, শিক্ষা অফিসারের লিখিত অভিযোগটি জিডি মুলে নথিভুক্ত করা হয়েছে। এটি তথ্য প্রযুক্তি ট্রাইব্যুনাল রংপুরে পাঠানো হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর