শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

কোনাবাড়ীতক ইয়াবাসহ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ নাহিদ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত নাহিদ মুঞ্জিগঞ্জ জেলার শ্রীনগর থানার আটপাড়া গ্রামের মো: ইদ্রীস আলীর ছেলে। এবং কোনাবাড়ী নতুন বাজার এলাকার আনোয়ার এর বাড়ীর ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কোনাবাড়ী থানাধীন এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, সে দীর্ঘদিন  ধরে কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর