সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

জিসিসির ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মহান স্বাধীনতার ঘোষক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় গাজীপুর মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অত্র ওয়ার্ড কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলম খন্দকার,কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ),যুবদল নেতা জহুরুল খন্দকার, বাদল খন্দকার,৭ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ আতাউর রহমান তাঁরা,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মিয়াসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলির বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর