কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক-২

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সময় তাদেরকে মহানগরীর কোনাবাড়ী বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের শমসের আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৩২) এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার উজান ভরাটিয়া গ্রামের সুশিল বর্মন এর ছেলে শ্রী নিরব বর্মন (১৯)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।