জামিনে এসে ছাত্রলীগ নেতাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা
আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় খোলা কাগজ পত্রিকার প্রতিনিধিকে মারধরের ঘটনায় মামলায় গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে জামিনে এসে ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর তিনটার দিকে পৌরসহরের শরৎ নগর বাজারে আখের টি স্টলে এই ঘটনা ঘটে। মিলন ভাঙ্গুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবং বায়েজিদ দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপির আত্মীয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বায়েজিদ চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন ও ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল বলেও অভিযোগ রয়েছে।
জানা যায়, এক বছর আগে দৈনিক খোলা কাগজের স্থানীয় প্রতিনিধি মানিক হোসেনকে বায়েজিদ হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে মানিকের পায়ের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করে মানিকের বাবা। তবে বায়েজিদ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের প্রভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এ অবস্থায় আদালত বায়েজিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ নিয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক একটি নিউজ করে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন।
এদিকে বায়েজিদ সংবাদ প্রকাশের জেরে বুধবার দুপুরে তার তথাকথিত আত্মীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকারকে নিয়ে আখের টি স্টলে মনিরুজ্জামান ফারুককে নিয়ে নানা ইঙ্গিত করতে থাকে। এ সময় মনিরুজ্জামান ফারুক ওই দুইজনের ভিডিও করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান ফারুককে ভিডিও ডিলিট করতে নানাভাবে হেনস্থা করেন। এ সময় মিলন উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার ও সচিবের আত্মীয় বলে লোকজনের সামনে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এ বিষয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান তীব্র নিন্দা জানিয়ে বলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে সমাধান করতে বলছি।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।








