কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল।
গতকাল শুক্রবার বিকালে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি এর নেতৃত্বে নগরীর টাটা পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ি পল্লী বিদ্যুতের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহীন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের সদস্য মতিন সরকার, রাশেদ খান মিলন, ইসমাইল হোসেন, রিয়াজ হোসেন,খোরশেদ আলম, বাবু মোল্লা, ইমরান শিশির, মিলন হোসেনসহ কোনাবাড়ী থানা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।







