শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

টঙ্গীতে ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন এক অটোরিকশা চালক। আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। তখন কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক মুস্তাকিন কনস্টেবলের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কনস্টেবলের মাথা ফেটে রক্তাক্ত হন।
ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, “এক অটোরিকশা চালক আমার এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি।”আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর