শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

সলঙ্গায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ধর্ষকের ফাঁসির দাবি

রিপোর্টারের নাম : / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকালে থানার জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে তারা জগজীবনপুর বাজারে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন , সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, জগজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, আঙ্গারু বালিকা এস.এন.বি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হোসেন এবং জগজীবনপুর রানীনগর নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার খোঁজাখালীর একটি কাঠবাগান থেকে মিম খাতুন নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর