শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন বলেন,যারা বিএনপির ত্যাগী একজন নেতার বিরুদ্ধে প্রোপ্রাহোন্ডা ছড়িয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
এসময় কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেনসহ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।