কাজিপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে প্রশিক্ষণ কর্মশালা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৪ প্রদানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। গত ২৬ জুন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সরকারি ক্ষুদ্রঋণ কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং রোকনুজ্জামান। পরিচালনা করেন কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোত্তালিব। কাজিপুর উপজেলায় চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে যুক্ত ব্যাক্তি বর্গ ছাড়াও কাজিপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সোবহান প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।