শিরোনামঃ
গাজীপুরে ছেলের হাতে বাবা খুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় গত রোববার রাতে ছেলের ভাড়া বাসায় বেড়াতে এসে খূন হলেন বৃদ্ধ বাবা মোঃ মুজাফফর হোসেন আনু (৬০)। এঘটনায় নিহতের ছেলে সোহেল মিয়া পলাতক রয়েছেন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধ হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেউর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে নিহতের সেজো ছেলে সোহেল রানা (২৭)। সে ও তার বড় বোন মিনি আক্তারের সাথে ওই এলাকার শওকত হোসেনের বাড়ির তিন তলার একটি ভাড়া বাসা থেকে এপেক্স নামক একটি পোশাক তৈরির কারখানায় ডাইং সেকশনে কর্মরত ছিল।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত দুই সপ্তাহ আগে নিহত মোজাফফর হোসেন আনু গাইবান্ধার গ্রামের বাড়ী থেকে ছেলের বাসায় বেড়াতে আসেন। পারিবারিক কলহের ঘটনার জের ধরে রাতে একটি ধারালো দা দিয়ে বাবা মোঃ মোজাফ্ফর হোসেন আনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ছেলে সোহেল মিয়া। এসময় মোঃ মোজাফ্ফর হোসেন আনুর ডাক চিৎকারে অন্য রুমের লোকজন গিয়ে উদ্ধার করেন। এ খবর পেয়ে নিহতের বড় মেয়ে মিলি আক্তার বাসায় এসে বাবাকে শেখ ফজিলাতুননেছা মুজিব কেপিজে বিশেয়াত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মোজাফ্ফর হোসেন আনুকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেজো মেয়ে মিনি আক্তার বলেন, আমারা দুই ভাই বোন এখানে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করি। গত দুই সপ্তাহ আগে আমার বাবা আমাদের বাসায় বেড়াতে আসে। আমাদের কোন পারিবারিক ঝগড়া নেই কিন্তু আমার ভাই কেন এ ঘটনা ঘটালো বুঝতে পারছি না। আমার ভাই কেন এমন কান্ড ঘটালো বুঝতে পারছিনা ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত ) সাব্বির রহমান বলেন, নিতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আপেল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছেলে সোহেল মিয়াকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যহত রেখেছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর