সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজি আটক-৩

রিপোর্টারের নাম : / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ৩ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কোনাবাড়ি  থানা পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কোনাবাড়ি দেওয়ালিয়া বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাজেদুল ইসলাম রাজিব(২৯), কিশোরগঞ্জের হোসেনপুরের জিরানি এলাকার মোঃ জালাল উদ্দীন এর ছেলে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩)।
এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি ভূয়া আইডি কার্ড,একটি ব্যাটালিয়ন আনসার সদস্যের ইউনিফর্ম, দুইটি লাইনার এবং একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা কোনাবাড়ির বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের আটক ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। শুক্রবার দুপুরে আটককৃত সাজেদুল ইসলাম রাজিব কোনাবাড়ি দেওয়ালিবাড়ি পুকুর পাড় এলাকায় এক ব্যবসায়িকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভিতি দেখি চাঁদাবাজির সময় এলাকাবাসী তাকে আটকিয়ে ৯৯৯ এ ফোন দেয়।পরে কোনাবাড়ি মেট্রো থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাজেদুল ইসলাম রাজিবকে আটক করে। এ সময় সাজেদুল ইসলাম রাজিবের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের বিভিন্ন আলামত উদ্ধার করে। পরে সাজেদুল ইসলাম রাজিবের দেওয়া তথ্য মতে কোনাবাড়ির বিভন্ন স্থানে অভিযান চালিয়ে জুনায়েদ হৃদয় (২৭) ও তার ছোট ভাই মেহেদি হাসান(২৩) কে আটক করা হয়। আটককৃত জোনায়েদ হৃদয় এর নামে কোনাবাড়ি থানায় ডাকাতি,চুরি ছিন্তাইসহ একাধিক মামলা রয়েছে। তার এহেন কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী।
জানাযায় এর আগে জোনায়েদ হৃদয় পুলিশ এর সোর্স হিসেবে কাজ করতো। এই সুবাদে পুলিশের  বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সঙ্গে সেলফি তুলতো। মূলত ওই সেলফিকে পুঁজি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াতো জোনায়েদ। পুলিশের সঙ্গে সম্পর্ক থাকায় কেউ ভয়ে মুখ খুলতো।
কোনাবাড়ি মেট্রো থানার উপ-পরিদর্শক সোহাগ চৌধুরী জানান,৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড ও ডিবি পুলিশের বিভিন্নতা আলামতসহ রাজিবকে আটক করি পরে তার দেওয়া তথ্য মতে তার অপর ২ সহযোগীকে আটক করা হয়। তিনি আরো বলেন,
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জোনায়েদ হৃদয় এর বিরুদ্ধে ডাকাতি ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর